আমাদের প্রতিদিনের জীবনে প্রকৃতির অবদান এতটাই গভীর যে, আমরা তা কখনও ভেবেও দেখিনা। বিনামূল্যা শ্বাস নেওয়ার জন্য ইচ্ছামত অক্সিজেন, জমি হতে খাদ্য ভূগর্ভ হতে পানি আমাদের জীবনযাত্রার প্রতিটি অংশে সহায়তা করে প্রকৃতি। কিন্তু আমরা কি প্রকৃতির এই উপহারের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ? বরং প্রকৃতির প্রতি আমাদের আচরণ যেন তার ঠিক উল্টো! গাড়ীড় কালো ধোয়া, কলকারখানার বর্জ আর প্রতিদিন নির্বিচারের গাছ নিধন এখন নিত্য দিনের চিত্র প্রকৃতির সাথে আমাদের এই অসচেতন আচরণের পরিণাম, যে কতটা ভয়ংকর আজকের ভিডিওতেই সেটাই তুলে ধরবো আপনাদের সাথে।
source